যে রোগে আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:১১
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এতটাই অসুস্থ যে, গত কয়েক দিন ধরে তিনি কথা বলতেও পারছেন না। জানা গেছে, গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন এই অভিনেত্রী, যার কারণে তার কণ্ঠস্বর পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে শারীরিক অবস্থার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ফারিয়া। সেখানে তিনি জানান, টানা আট দিন ধরে তার কণ্ঠস্বর নেই এবং পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।
অসুস্থতার শুরুটা হয়েছিল ৫ জানুয়ারি। সেদিন হঠাৎ করেই কথা বলার শক্তি হারান তিনি। এরপর জোর করে কথা বলার চেষ্টা করায় অবস্থা আরও খারাপ হয়ে যায় বলে জানান অভিনেত্রী নিজেই। এর ফলে একাধিক পূর্বনির্ধারিত শুটিং ও কাজ বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।
বর্তমানে ফোনে কথা বলার অবস্থায় নেই শবনম ফারিয়া। পোস্টে তিনি লিখেছেন, অনেকেই তাকে ফোন করছেন, কিন্তু তিনি তা রিসিভ করতে পারছেন না। খুব জরুরি হলে টেক্সট মেসেজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভকামনা ও দ্রুত সুস্থতার বার্তা পাচ্ছেন ফারিয়া। সবাই আশাবাদী, শিগগিরই সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এসএসকে/

