Logo

বিনোদন

‘তুমি আমাদের মুক্তি দেবে কবে?’ পরীর কাছে জানতে চাইবেন আসিফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৩

‘তুমি আমাদের মুক্তি দেবে কবে?’ পরীর কাছে জানতে চাইবেন আসিফ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সব সময়ই নিজের বক্তব্যে স্পষ্ট এবং নির্ভীক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে তিনি জানালেন, শোবিজের কয়েকজন তারকার কাছে এমন কিছু প্রশ্ন আছে, যা তিনি সুযোগ পেলে সরাসরি করতে চান। সেই তালিকায় আছেন অভিনেত্রী পরীমনি, চিত্রনায়ক শাকিব খান এবং ব্যান্ড তারকা জেমস।

পরীমনিকে নিয়ে আসিফের মন্তব্য বেশ খোলামেলা। তার মতে, ‘পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালি। তাকে আমি প্রশ্ন করতে চাই— ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’’ 

তবে সমালোচনার পাশাপাশি পরীমনির ইতিবাচক দিকও তুলে ধরেছেন তিনি। আসিফ বলেন, পরীমনি সবসময় হাসিখুশি থাকেন এবং জীবনকে খুব হালকাভাবে নিতে পারেন— যা তার মতে, একটি ভালো গুণ।

শুধু পরীমনি নন, শাকিব খানকেও নিয়ে তার প্রশ্ন রয়েছে। আসিফের মতে, শাকিবের সংলাপ বলার কণ্ঠ আর গানে ঠোঁট মেলানোর কণ্ঠের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। তিনি বলেন, যেখানে এন্ড্রু কিশোর, মিলু বা সৈয়দ আবদুল হাদীর মতো কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যেভাবে শাকিবের গানের টোন শোনা যায়, সেটা তার সঙ্গে ঠিক মানানসই মনে হয় না। এই ব্যাপারটি শাকিব কীভাবে উপভোগ করেন— সেটাই জানতে চান আসিফ।

প্লেব্যাক গান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, এর নিজস্ব একটি ব্যাকরণ রয়েছে, যা শিল্পীদের মানা জরুরি। সঠিক কণ্ঠ ও উপস্থাপনাই একটি গানের প্রাণ।

এছাড়াও ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তার মতে, এত বড় একজন শিল্পী হয়েও দেশের আন্দোলন, সংকট কিংবা শিল্পীদের নানা সমস্যা নিয়ে জেমসকে খুব একটা সরব হতে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় নিয়ে কথা বললেও দেশের বাস্তবতা বা শিল্পীদের অধিকার নিয়ে তার কণ্ঠ শোনা যায় না— এই নীরবতার কারণটাই জানতে চান আসিফ আকবর।

সব মিলিয়ে, বরাবরের মতোই এবারও তারকাদের নিয়ে খোলামেলা ও সরাসরি অবস্থান নিয়ে আলোচনায় উঠে এলেন আসিফ আকবর।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীমণি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর