যে কারণে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ২১:৪১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ আলোচনায় ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। শুরুতে স্বতন্ত্র প্রার্থী হলেও পরে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাঠে নামছেন না হিরো আলম।
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতা সম্প্রতি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে নিষ্পত্তি হলেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হিরো আলম নিজেই জানিয়ে দেন, তিনি আর মনোনয়ন জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না।
নিজের এই সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, অনেকে তাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি মাথায় রেখেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সংসদ ভবনের মর্যাদা ক্ষুণ্ন করতে চান না তিনি।
শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, আর্থিক সংকটকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন হিরো আলম। তিনি জানান, নির্বাচন করতে বিপুল অর্থের প্রয়োজন হয়, কিন্তু এখন আর সে সামর্থ্য তার নেই। এতদিন যা ছিল, তা দিয়েই রাজনীতি ও নির্বাচন ঘিরে নানা কাজ করেছেন বলে জানান তিনি। তবে নির্বাচন না করলেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।
আরেকটি কারণ হিসেবে তিনি তুলে ধরেন বর্তমান নির্বাচনী পরিবেশ। হিরো আলম বলেন, কিছুদিন আগেও নির্বাচন ঘিরে বেশ উত্তেজনা ছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি যেন অনেকটা শান্ত হয়ে গেছে। তবু তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু হবে এবং নতুন ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন হিরো আলম।
এসএসকে/

