বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খান ‘আর্চিজ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন। প্রথম ছবিতেই তাকে ঘিরে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে সুহানা স্পষ্ট জানিয়েছেন, অভিনয় তার জীবনের সত্যিকারের ভালোবাসা এবং তিনি এই পথেই এগোতে চান।
সুহানা খানের অভিনয় যাত্রা মোটেই সহজ ছিল না। একসময় পছন্দের চরিত্র না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। শৈশব থেকেই স্কুল নাটকে অভিনয় করতেন সুহানা। একবার একটি বিশেষ চরিত্রের জন্য অডিশন দিয়েও শেষ পর্যন্ত কোরাসে জায়গা পান। সেই মুহূর্তে তিনি ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন।
সুহানা স্মরণ করেন, ‘আমি হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু ওই কান্নার মধ্যেই বুঝতে পেরেছিলাম— মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি কতটা ভালোবাসি।’ তার এই অভিজ্ঞতা অভিনেত্রী হিসেবে তার লক্ষ্য ও নিষ্ঠা আরও দৃঢ় করেছে।
বর্তমানে সুহানা অভিনয় করছেন শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ। শুটিং সেটকে প্রায় একটি প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন শাহরুখ, নিজ হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন। সুহানা প্রতিটি নির্দেশ নিষ্ঠার সঙ্গে অনুসরণ করছেন, যেন নিখুঁতভাবে চরিত্র ফুটিয়ে তোলা যায়।
সুহানা জানান, অভিনয় নিয়ে তার কৌতূহল, শেখার আগ্রহ ও নিষ্ঠাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে, আর বাবার পাশে থাকা প্রতিটি মুহূর্ত তাকে আত্মবিশ্বাস জুগাচ্ছে।
এসএসকে/

