Logo

বিনোদন

'পাগল' বেশে এ কোন অভিনেত্রী!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫

'পাগল' বেশে এ কোন অভিনেত্রী!

প্রথম দেখায় যে কেউই বিভ্রান্ত হতে পারেন। উস্কোখুস্কো চুল, ময়লায় ভরা পোশাক আর ধুলো মাখা মুখ— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনই এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ে। শুরুতে অনেকেই ভেবেছেন, এটি হয়তো বাস্তব কোনো ঘটনা।

কিন্তু ভিডিওটি একটু এগোতেই বদলে যায় দৃশ্যপট। হঠাৎ করেই সেখানে হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এতেই নেটিজেনদের কৌতূহল বাড়ে। ধীরে ধীরে পরিষ্কার হয়, এটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং একটি নাটকের শুটিংয়ের অংশ।

ভিডিওতে ‘পাগল’ বেশে দেখা যাওয়া নারীটি আর কেউ নন, অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি জোভান নিজেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে দেখা যায়, কেয়া একজন ভবঘুরে কিংবা মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করছেন। এক পর্যায়ে তাকে উচ্চস্বরে অভিযোগ করতে শোনা যায়— কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে, আর সে এর বিচার চায়। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ শুরু করেন।

ভিডিওটি শেয়ার করে জোভান মজার ছলে ক্যাপশনে লেখেন, 'ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!'

ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেক দর্শক মন্তব্য করেছেন, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, 'বাপরে বাপ, কী ভয়ংকর অভিনয়!' আবার কেউ বলেছেন, 'একদম পারফেক্ট মেকআপ, চরিত্রে পুরো ঢুকে গেছে।'

ধারণা করা হচ্ছে, এই দৃশ্যটি জোভান ও কেয়া পায়েল অভিনীত একটি নতুন নাটকের অংশ। তবে নাটকটির নাম ও মুক্তির সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর