Logo

বিনোদন

‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়’, ভুয়া ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২০:৩২

‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়’, ভুয়া ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

একসময়ের ব্যস্ত অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে মাঝে নানা ইস্যুতে আলোচনায় উঠে আসেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবির কারণে তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে আছেন, যেখানে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’ 

প্রথমে দেখলে মনে হতে পারে এটি কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ। তবে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, এই ছবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

হাসান মাসুদ বলেন, ‘এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে। আমি জানি না কে বা কারা এই ছবি ছড়িয়েছে। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’


তিনি আরও উল্লেখ করেন, ‘বর্তমান পরিস্থিতিতে অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করতে পারেন। কিন্তু সত্যিটা হলো— এগুলো সম্পূর্ণ ভুয়া। আমি চাই মানুষ বাস্তবতা বুঝুক।’

ঘটনাটি অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে এবং পুনরায় প্রশ্ন উঠেছে ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাসান মাসুদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর