Logo

বিনোদন

মধুমিতা সরকারের বাগদান সম্পন্ন, বিয়ে কবে?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

মধুমিতা সরকারের বাগদান সম্পন্ন, বিয়ে কবে?

বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ও দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তী এর বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জানুয়ারি তাদের বিবাহ অনুষ্ঠিত হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর জানান মধুমিতা নিজেই। ঘরোয়া আয়োজনে আংটি বদল অনুষ্ঠানের পর কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন তারা। ছবিতে দেখা যায়, একে অপরের আঙুলে আংটি পরাচ্ছেন মধুমিতা ও দেবমাল্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘শুধুই আমার।’

দেবমাল্য চক্রবর্তী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয় হিসেবে পরিচিত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। পরে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের দিন দুজনই ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হবেন।

মধুমিতা সরকারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তী-কে বিয়ে করেছিলেন। কয়েক বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ বিরতির পর নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন মধুমিতা দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে।

প্রিতম/এসএসকে/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর