Logo

বিনোদন

নায়কের নামে ঢাকায় রয়েছে এক মহল্লার নাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭

নায়কের নামে ঢাকায় রয়েছে এক মহল্লার নাম

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যাদের অবদান আলাদা করে স্মরণ করা হয়, জাভেদ তাদের একজন। জন্ম পাকিস্তানে হলেও এই দেশের মানুষ, মাটি আর সংস্কৃতিকে আপন করে নিয়েছিলেন তিনি। জীবনের শেষ অধ্যায়ও লিখে গেলেন বাংলাদেশের মাটিতেই।

একসময় পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বসবাস করতেন জাভেদ। সেই এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান থেকেই একটি মহল্লা পরিচিতি পায় ‘জাভেদ মহল্লা’ নামে। নিজের জীবনের সেই অধ্যায় নিয়ে একসময় তিনি বলেছিলেন, পুরান ঢাকায় তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। সেখানকার মানুষ তাকে আপন করে নিয়েছিল বলেই ওই এলাকার নাম তার নামেই রাখা হয়। শারীরিকভাবে সুস্থ থাকাকালে সুযোগ পেলেই তিনি সেখানে যেতেন, প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতেন। বয়স ও অসুস্থতার কারণে শেষ দিকে আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি।

পরবর্তী সময়ে তিনি বসবাস করতেন রাজধানীর উত্তরায়, ১৪ নম্বর সেক্টরে। তবে পুরান ঢাকার স্মৃতি কখনো তার মন থেকে মুছে যায়নি।

চলচ্চিত্রে জাভেদের উপস্থিতি ছিল দীর্ঘ ও বর্ণিল। ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’ ও ‘জালিম রাজকন্যা’— এমন বহু আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন।

শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন ও সুচরিতাসহ সময়ের প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গে পর্দা ভাগ করেছেন জাভেদ। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে তার যাত্রা শুরু। এরপর তিনি অভিনয় করেন দুই শতাধিক চলচ্চিত্রে। নব্বইয়ের দশক পর্যন্ত সিনেমায় ছিল তার দাপুটে উপস্থিতি।

জাভেদের আসল নাম ছিল রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু হলেও পরে নায়ক হিসেবে শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত কাজগুলোর মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম নেওয়া এই অভিনেতা পরে সপরিবারে পাঞ্জাবে চলে যান। সময়ের পরিক্রমায় বাংলাদেশের চলচ্চিত্রই হয়ে ওঠে তার ঠিকানা, তার পরিচয়। আজ তিনি নেই, কিন্তু তার নাম রয়ে গেছে পর্দায়, আর পুরান ঢাকার এক মহল্লায়— জাভেদ মহল্লা নামে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর