Logo

বিনোদন

সমালোচনার কড়া জবাবে যা বললেন পরীমণি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৫

সমালোচনার কড়া জবাবে যা বললেন পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বেশ কিছুদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বরাবরের মতোই সরব। ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তবে সেই সঙ্গে মাঝেমধ্যেই সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে করা এক পোস্টে সেই সমালোচনারই জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে পরীমণি লেখেন, অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্য খুঁজে তা উপভোগ করতে শেখার কথা। তিনি উল্লেখ করেন, জীবন ছোট-বড় নয়, বরং অনিশ্চিত— আর সেই জীবনকে বুঝে খুশি থাকাটাই সবচেয়ে জরুরি।

নেতিবাচক মানসিকতার সমালোচনা করে পরীমণি আরও বলেন, মনের কুৎসিততা দিয়ে সুন্দর কিছু দেখতে না পারার ব্যর্থতা যাদের, তাদের জন্য তার একেবারেই খারাপ লাগছে না। বরং নিজের জীবনের আলোয় নিজেকে দেখতে জানেন বলেই তিনি আত্মবিশ্বাসী।

এই পোস্টের পর পরীমণির ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করেছেন। তাদের মতে, অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে যারা ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য যথার্থ জবাব।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীমণি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর