Logo

বিনোদন

দীঘির গায়ে জুস পড়ায় ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন, সত্যতা কতটুকু?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩

দীঘির গায়ে জুস পড়ায় ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন, সত্যতা কতটুকু?

রাজধানীর একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির গায়ে অনিচ্ছাকৃতভাবে জুস পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংশ্লিষ্ট ওয়েটারের চাকরি চলে গেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

সম্প্রতি ‘কাচ্চি ডাইন’-এর একটি নতুন শাখা উদ্বোধন করতে যান দীঘি। সেখানে খাবার গ্রহণের সময় একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে এলে অসাবধানতাবশত একটি গ্লাস ভারসাম্য হারিয়ে দীঘির পোশাকে পড়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনায় দীঘি বিচলিত হলেও পরক্ষণেই শান্ত হন, অন্যদিকে ওই কর্মচারী ছিলেন যথেষ্ট আতঙ্কিত ও অনুতপ্ত। নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন, তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণের দায়ে ওই কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে ওই নির্দিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয়ের মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল এই গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তিনি জানান, এটি একটি নিছক দুর্ঘটনা ছিল এবং সংশ্লিষ্ট কর্মী এখনো নিয়মিত কাজ করছেন। ভুলবশত হওয়া এমন ঘটনায় কারও চাকরি যাওয়ার প্রশ্নই আসে না বলে তিনি দাবি করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দীঘির কাছেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে চিত্রনায়িকা দীঘির মন্তব্য জানতে চাওয়া হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। রেস্তোরাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরিচ্যুতির বিষয়টি অস্বীকার করলেও স্থানীয় শাখার নিরবতা গুঞ্জনটিকে পুরোপুরি থামিয়ে দিতে পারেনি।

ডিআর/এমএন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর