বড় পর্দায় নিশো-মেহজাবীন জুটি? ভিকি জাহেদের নতুন চমক ‘পুলসিরাত’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৪
থ্রিলার গল্পের নিপুণ কারিগর হিসেবে ইতিমধ্যেই নিজেকে চিনিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। এবার তিনি বড় পর্দার জন্য নিয়ে আসছেন নতুন এক রোমান্টিক থ্রিলার, যার নাম রাখা হয়েছে ‘পুলসিরাত’। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। ইতিমধ্যেই পরিচালক সমিতির খাতায় ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন নির্মাতা।
তবে দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক হতে পারে ছবির অভিনয়শিল্পী নির্বাচন। এই সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রের জন্য ভাবা হচ্ছে ঢালিউডের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই দুই তারকার সঙ্গেই প্রাথমিক আলাপ-আলোচনা চলছে। যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি, তবে দর্শকপ্রিয় এই জুটিকে ঘিরেই এগোচ্ছে সিনেমার পরিকল্পনা।
ভিকি জাহেদের পরিচালনায় এর আগে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’ কিংবা ‘রেডরাম’-এর মতো কাজে নিশো ও মেহজাবীনের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। নতুন এই সিনেমার চিত্রনাট্যও লিখছেন ভিকি নিজেই, যার প্রথম খসড়া ইতিমধ্যে প্রস্তুত। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় এই ত্রয়ীর রসায়ন নতুন করে কী জাদু দেখায়, এখন সেটাই দেখার বিষয়।
অন্যদিকে, মেহজাবীন বর্তমানে ব্যস্ত রয়েছেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ এবং নিজের অভিনীত ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে। আর আফরান নিশোকে সবশেষ দেখা গেছে ভিকি জাহেদেরই সিরিজ ‘আকা’-তে। সব মিলিয়ে ‘পুলসিরাত’ হতে যাচ্ছে আগামী দিনের ঢাকাই সিনেমার অন্যতম প্রতীক্ষিত একটি প্রজেক্ট।
ডিআর/এমএন

