Logo

বিনোদন

প্রকৃতির সঙ্গে বিচ্ছেদ ঘটায় মোবাইল ফোন : জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২৬

প্রকৃতির সঙ্গে বিচ্ছেদ ঘটায় মোবাইল ফোন : জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, মোবাইল ফোন এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও এটিই আমাদের প্রকৃতির সঙ্গে দূরত্ব তৈরির প্রধান কারণ। তাঁর মতে, অভিনয়ের রসদ জোগাতে এবং নিজেকে সজীব রাখতে চারপাশকে নিবিড়ভাবে দেখার কোনো বিকল্প নেই। আর সেই দেখার পথে বর্তমানে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে হাতের মুঠোফোনটি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে জয়া আহসান বর্তমান সময়ের ডিজিটাল আসক্তি ও এর প্রভাব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, মানুষের সঙ্গে প্রকৃতির যে আদি ও অকৃত্রিম সম্পর্ক, তার মাঝে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই যন্ত্র। তাই একান্ত প্রয়োজন না থাকলে ফোন হাতে না নেওয়ার অভ্যাস গড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জয়া জানান, তিনি নিজে শুটিং সেটে পারতপক্ষে ফোন ব্যবহার করেন না। রাস্তা দিয়ে চলার সময় মানুষ যেভাবে সারাক্ষণ ফোনের পর্দায় বুঁদ হয়ে থাকে, বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। অভিনেত্রী বলেন, শুটিংয়ে যাওয়ার পথে আশপাশের গাছপালা, মানুষ, ট্রাফিক কিংবা একজন রিকশাচালকের জীবনসংগ্রাম এই দৃশ্যগুলো আমাদের দেখা উচিত। কিন্তু ফোন আমাদের তা দেখতে দেয় না। তাঁর প্রশ্ন, শিল্পী হিসেবে যদি আমরা সমাজ ও প্রকৃতির সঙ্গে সংযোগই না রাখি, তবে অভিনয়ের গভীরতা আসবে কীভাবে?

জয়া আহসানের মতে, সকালের পাখির কিচিরমিচির বা ভোরের নির্মল বাতাস মানুষের জন্য এক ধরনের প্রাকৃতিক থেরাপি হিসেবে কাজ করে। পরিবেশের ঘ্রাণ নেওয়া, কোনো কিছু শোনা বা দেখার মাধ্যমেই মনের গভীর অনুভূতিগুলো সজাগ হয়। তিনি মনে করেন, চারপাশ থেকে শেখার যে চিরন্তন প্রক্রিয়া, মোবাইল ফোন তাতে বড় বিঘ্ন ঘটাচ্ছে। তাই মাঝেমধ্যে যান্ত্রিকতা থেকে দূরে থেকে মাটির কাছাকাছি হওয়ার আহ্বান জানান এই গুণী অভিনেত্রী।


ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জয়া আহসান মোবাইল ফোন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর