‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে প্রতিশোধের নিখুঁত নীলনকশা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:২৫
জয়া আহসান
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকের কাছে জয়া আহসান কেবল একজন দক্ষ অভিনেত্রী নন, বরং সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর এক শক্তিশালী মুখ। গেল বছর ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’—এই সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে দুই বাংলার রূপালি পর্দায় নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরে যুক্ত হলো জয়ার আরও একটি চ্যালেঞ্জিং কাজ—‘ওসিডি’।
সৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমাটি আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আজ প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে এক বাক্যে সিনেমার গল্পের আভাস দিয়ে জয়া লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।’
ট্রেলার দেখে বোঝা যায়, শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবই ‘ওসিডি’ সিনেমার মূল উপজীব্য। শৈশবের এক তিক্ত অভিজ্ঞতা কীভাবে একটি শিশুর পুরো জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে, শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতি কীভাবে লিঙ্গ নির্বিশেষে একজন মানুষকে সারাজীবন তাড়া করে এবং ধীরে ধীরে তাকে প্রতিশোধস্পৃহ কিংবা অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেয়—ট্রেলারের প্রতিটি দৃশ্যে সেই ভয়াবহতা ফুটে উঠেছে।
‘ওসিডি’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে, যার জীবনজুড়ে লেগে আছে অতীতের ধূসর ছায়া। মনের গভীরে জমে থাকা সেই অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে শ্বেতা। শেষ পর্যন্ত তার পরিণতি কী—সেসব প্রশ্নের উত্তর মিলবে ‘ওসিডি’তে।
এর আগে সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, ‘“ওসিডি” একটি সাইকোলজিক্যাল ড্রামা। তবে শুধু থ্রিলার হয়ে ওঠাই এই ছবির লক্ষ্য নয়। এটি আমার কাছে এক ধরনের প্রতিবাদও। কারণ, সমাজে এমন অসংখ্য শিশুর মুখ দেখেছি, যারা নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস কিংবা পরিবারের নীরবতার কারণে মুখ খুলতে পারেনি। ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে গেছে। সেই শিশুরা সারাজীবন বয়ে বেড়িয়েছে এক অসমাপ্ত আর্তনাদ।’
২০২১ সালে ‘ওসিডি’র দৃশ্যধারণ শুরু হয়। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। দীর্ঘদিন মুক্তির অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
জয়া আহসানের সঙ্গে সৌকর্য ঘোষালের এটি দ্বিতীয় কাজ। এর আগে এই নির্মাতার ‘ভূতপরী’ ছবিতে কাজ করেছেন জয়া। ‘ওসিডি’-তে সেই শিল্পী–পরিচালক সম্পর্ক আরও গভীরতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এএস/

