নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য অর্জন যোগ করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মান পান জয়া। পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে জয়া আহসান লেখেন, ‘পুতুলনাচের ইতিকথা সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’-এ সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের। কৃতজ্ঞ ও অভিভূত।’
জয়ার এই সাফল্যে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং ভক্তরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি উপন্যাসটির ধারাবাহিক প্রকাশের প্রায় ৯০ বছর পর পর্দায় আসে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৪-৩৫ সালে ভারতবর্ষ সাময়িকীতে। সিনেমাটি গত বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ছবিতে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কুসুমের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া শশী, কুমুদ, যাদব ও সেনদিদির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।
কুসুম চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, আমাদের সমাজে নারীকেই বরাবর কামনা ও বাসনার বস্তু হিসেবে দেখা হয়। কিন্তু কুসুমের নিজেরও ইচ্ছে, কামনা ও অনুভূতি রয়েছে, যা সে আড়াল করে না। কুসুম একটি খোলা বইয়ের মতো চরিত্র— তার মন, শরীর ও আত্মা একই সুরে বাঁধা। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম এমন এক নারী, যে শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে।
এসএসকে/

