বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশনে কমিউনিটি ক্লিনিক কর্মীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮
দীর্ঘ ১৭ মাসের বকেয়া বেতনের দাবিতে মহাখালীর বিএমআরসি ভবনে আমরণ অনশন করছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে কর্মরত বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মীরা (সিএইচসিপি)।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দেখা যায় গত দুই দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন।
অনশনরত একজন বলেন, গত মাসের ৪ তারিখ থেকে আমরা বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের আশ্বাস দেয় ৩০ নভেম্বর আমাদের বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু আমাদের আশ্বাস এখন হতাশায় পরিণত হয়েছে। আমরা বকেয়া বেতন পরিশোধ ছাড়া বাড়ী ফিরে যাব না।
আরেকজন বলেন, আমরা ৬৬২ জনের পরিবার রাস্তায় বসে গেছে। আমাদের সংসার চালানোর মত আর কোন বিকল্প পথ নেই। বেতন বিহীন ১৭ মাস আমরা অনাহারে মানবেতর জীবনযাপন করছি।
এসআইবি/আইএইচ

