এবার ভারতের লক্ষ্যবস্তু পিএসএল
পিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, শেষ মুহূর্তে ম্যাচ সরে গেল করাচিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৩১
-681c9604d5b49.jpg)
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ম্যাচ বাতিল করে তা করাচিতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার (৮ মে) রাতে রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যে একটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সকালেই স্টেডিয়ামে একটি ড্রোন বিস্ফোরণের ফলে স্টেডিয়ামের একাংশ ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে ড্রোন হামলার বিষয়ে পাকিস্তানের কোনো প্রখ্যাত সংবাদপত্র এখনো নিশ্চিত করেনি।
পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বাকি সব পিএসএল ম্যাচ করাচি স্টেডিয়ামে আয়োজন করা হবে। নিরাপত্তার কারণে রাওয়ালপিন্ডি-সহ অন্যান্য শহরের পরিবর্তে তুলনামূলক নিরাপদ করাচিকে বেছে নেওয়া হয়েছে।
এই ঘটনার পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিছু ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন শহরে ভারতীয় ড্রোন গুলি করে নামানোর দাবি করা হয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এবার তার আঁচ পড়লো ক্রিকেটেও।
ডিআর/বিএইচ