Logo

আন্তর্জাতিক

এবার আইপিএলেরও ভেন্যু বদল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:১৪

এবার আইপিএলেরও ভেন্যু বদল

পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও (আইপিএল) ভেন্যু বদল করা হলো। আগামী রোববার হিমাচল প্রদেশের ধরমশালায় আইপিএলের একটি ম্যাচ হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে।

এখন ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের ২৮টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।

অবশ্য ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছে গেছে।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর