দাবি পাকিস্তানের
পাণ্ডু-হাজি পীর সেক্টরে ধ্বংস ভারতীয় চৌকি ও সদর দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৭:৫৪

লাইন অব কন্ট্রোলের (এলওসি) পাণ্ডু ও হাজি পীর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণের জবাবে পাকিস্তান সেনাবাহিনী জবাবি অভিযান চালিয়েছে। এতে একাধিক ভারতীয় চেকপোস্ট ও একটি হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে পাকিস্তান।
শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু।
পাকিস্তানি সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এলওসির পাণ্ডু সেক্টরে ভারতীয় সেনাবাহিনী ‘বিনা উসকানিতে’ গুলিবর্ষণ শুরু করে। এরপর পাকিস্তান সেনারা পাল্টা গুলিবর্ষণ ও গোলাবর্ষণ করে। এতে ‘নানগা টেক’ নামে একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, পাল্টা হামলায় একটি চেকপোস্টও ধ্বংস হয়। তবে উভয় পক্ষ থেকেই হতাহতের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এলওসির আরেকটি অঞ্চল হাজি পীর সেক্টরে ভারতীয় ‘শর্ট রেঞ্জ’ গোলাবর্ষণের পর পাকিস্তান সেনারা জান্ডা জিয়ারত পোস্টে জবাবি আঘাত হানে। পাকিস্তান সেনা সূত্র জানায়, এ পোস্টটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এতে ভারতের কৌশলগত ক্ষতি হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- এটিআর