Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অর্ধশতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৭:৫২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অর্ধশতাধিক

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে শুরু হওয়া একের পর এক হামলায় নতুন করে অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এদিকে, গাজায় একমাত্র ক্যাথলিক চার্চেও ট্যাংক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে।

অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সুয়েইদা এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এ হামলা এমন এক সময়ে চালানো হলো, যখন সিরিয়ার সরকার দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত গাজায় অন্তত ৫৮ হাজার ৬৬৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জন। অন্যদিকে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন, আর বন্দি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে।

এ যুদ্ধ থামানোর আহ্বান জোরালো হলেও ইসরায়েলি বাহিনীর আক্রমণ চলছেই। যুদ্ধ থামাতে আন্তর্জাতিক চাপ বাড়লেও পরিস্থিতির উন্নতি নেই বললেই চলে।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর