Logo

আন্তর্জাতিক

ভারতে বজ্রপাতে নিহত ৩৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৪:৩৩

ভারতে বজ্রপাতে নিহত ৩৩

ভারতে মৌসুমী ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। বুধবার (১৬ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত এই বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতদের অধিকাংশই কৃষক ও দিনমজুর। তারা খোলা আকাশের নিচে কাজ করছিলেন।

এএফপির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, ঝড় ও বজ্রপাত চলাকালে বিহার রাজ্যের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারকে ৪০ লাখ রুপি (প্রায় ৪৬০০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মন্ডল এএফপিকে বলেন, বিপদাপন্ন জেলাগুলোর প্রশাসনকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বজ্রপাত সংক্রান্ত পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই জনসচেতনতা কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানায়, বিহার ও আশপাশের কয়েকটি অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিহার সরকার জানিয়েছে, ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত রাজ্যটিতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪৩ জন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৭৫।

উল্লেখ্য, প্রতিবছর বর্ষার সময় বিহারসহ ভারতের পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। এতে বহু মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন সংস্থা কাজ করলেও দুর্যোগের মাত্রা এবং প্রস্তুতির ঘাটতিতে অনেক সময় তা যথাযথভাবে সামাল দেওয়া সম্ভব হয় না।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত বজ্রপাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর