Logo

আন্তর্জাতিক

নেপালে ৬ মাসে নির্বাচনের প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫

নেপালে ৬ মাসে নির্বাচনের প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কারকির

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। ছবি : সংগৃহীত

ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন, দুর্নীতি ও সহিংসতার তদন্ত এবং স্বচ্ছ অরাজনৈতিক মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। তিনি জানান, প্রতিদিন ১৮ ঘণ্টা কাজ করে হলেও এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করবেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর বিবিসি নেপালিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ২০২৬ সালের ৫ মার্চ নির্ধারিত নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দ্রুত সক্রিয় করে ভোটার তালিকা হালনাগাদ করার কাজই হবে সরকারের প্রধান অগ্রাধিকার।

দুর্নীতির অভিযোগ তদন্তে কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানান কারকি। তিনি বলেন, দুর্নীতি নির্মূল না হলে নেপাল শান্তি পাবে না। তাই পরবর্তী সরকার যাতে কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য তদন্ত শুরু করতেই হবে।

জেন জি আন্দোলনের সময় জীবনহানি ও সম্পত্তি ক্ষতির ঘটনায়ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন কাজ করবে বলে জানান তিনি। তিনজন বিশেষজ্ঞের মাধ্যমে এক থেকে দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নিয়েছেন তারা।

মন্ত্রীসভার সম্প্রসারণ প্রসঙ্গে কারকি বলেন, অরাজনৈতিক ও স্বতন্ত্র ব্যক্তিদের নিয়েই মন্ত্রিসভা গঠিত হবে। এতে আদিবাসী, দলিত, নারী ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের না রাখার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এতে নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার ঘটতে পারে।

বিরোধিতার মুখে পড়া প্রসঙ্গে সুশীলা কারকি বলেন, ‘আমরা পদ চাইনি, আমাদের নাম প্রস্তাব করা হয়েছিল। সব দাবি হয়তো পূরণ করতে পারব না, তবে সর্বতোভাবে চেষ্টা করব।’

সূত্র : বিবিসি নিউজ বাংলা

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নেপাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর