Logo

আন্তর্জাতিক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি কারাগারে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৪

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি কারাগারে

আর্থিক দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অবৈধ অর্থ সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগে মঙ্গলবার (২১ অক্টোবর) তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করবেন। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সারকোজির এই দণ্ডকে ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে এক অপ্রত্যাশিত পতন হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিকোলাস সারকোজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি সহযোগী মার্শাল ফিলিপ পেতাঁর পর তিনিই প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট, যিনি জেলে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার জন্য প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিলেন সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে চলতি মাসের শুরুতেই আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন এবং এক মাসের মধ্যে কারাগারে আত্মসমর্পণের নির্দেশ দেন।

নিকোলাস সারকোজি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। জেলে যাওয়ার আগে সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আমি আমার নির্দোষিতা প্রমাণের জন্য শেষ পর্যন্ত লড়ব।’

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্টকে রাজধানী প্যারিসের ‘লা সতেঁ’ কারাগারে একটি নির্জন সেলে রাখা হয়েছে। সেলটির আয়তন প্রায় ৯৫ স্কয়ার ফিট। সেখানে তার জন্য আলাদা টয়লেট, গোসলখানা, টেবিল এবং একটি ছোট টিভির ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তাকে সাধারণ বন্দিদের থেকে পৃথক রাখা হয়েছে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর