Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন স্বাস্থ্য শর্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৩

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন স্বাস্থ্য শর্ত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ভিসাপ্রার্থীদের মধ্যে যাদের ডায়াবেটিস, স্থূলতা বা অন্যান্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা আছে, তাদের আবেদন বাতিল হতে পারে— এমন নতুন নির্দেশনা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে ‘পাবলিক চার্জ’ বা আর্থিক বোঝা হয়ে যেতে পারেন এবং রাষ্ট্রীয় সম্পদ খরচ হতে পারে। তাই ভিসা আবেদন প্রক্রিয়ার আগে আবেদনকারীর স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলো যাচাই করতে হবে।

ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম কেএফএফ হেলথ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) নতুন এ নির্দেশনা জারি করে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নোটিশ আকারে পাঠিয়েছে। এর আগে সংক্রামক রোগ, টিকাদান, মানসিক অবস্থা ও শারীরিক সুস্থতা বিবেচনায় নেওয়া হতো, কিন্তু নতুন নীতিতে আরও কিছু স্বাস্থ্য সমস্যা যুক্ত করা হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে, হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যানসার, ডায়াবেটিস, মেটাবলিক, স্নায়বিক ও মানসিক অসুস্থতার চিকিৎসার জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। তাই ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারী দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে সক্ষম কি না তা যাচাই করতে। 

ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেন, নতুন নির্দেশনা সব ধরনের ভিসার জন্য প্রযোজ্য হলেও মূলত স্থায়ী বসবাস (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদনকারীদের ওপর প্রযোজ্য হবে। তিনি আরও বলেন, চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো মূল্যায়নের ক্ষমতা ভিসা কর্মকর্তাদের হাতে দেওয়া উদ্বেগজনক, কারণ তারা চিকিৎসক নন এবং এই ক্ষেত্রে অভিজ্ঞতা নেই। 

নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকও বিবেচনা করতে হবে। কোনো সন্তান বা প্রবীণ অভিভাবকের শারীরিক অক্ষমতা, দীর্ঘস্থায়ী রোগ বা বিশেষ যত্নের প্রয়োজন আছে কি না তা যাচাই করতে হবে। 

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অভিবাসন আইনজীবী সোফিয়া জেনোভেস বলেন, নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের চিকিৎসা ইতিহাসের ভিত্তিতে চিকিৎসার সম্ভাব্য খরচ ও যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সক্ষমতা যাচাই করতে ভিসা কর্মকর্তাদের উৎসাহিত করা হয়েছে, যাতে তারা ‘পাবলিক চার্জ’ বা আর্থিক বোঝা হয়ে না যান। 

এই নতুন নির্দেশনার ফলে স্বাস্থ্য সমস্যা থাকা ভিসাপ্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়তে পারে। 

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর