Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে নতুন আহ্বান

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৯

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে নতুন আহ্বান

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করা একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেছে। 

স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) এই প্রস্তাবটি ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে উত্থাপিত হয়। এতে ১০৫টি দেশ সহপ্রস্তাবক হিসেবে সমর্থন জানায়।

২০১৭ সালের সহিংস অভিযানের পর থেকে প্রতি বছরই এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হলেও রোহিঙ্গা সংকটে বাস্তব অগ্রগতি না হওয়ায় সদস্য রাষ্ট্রগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন, পদ্ধতিগত সহিংসতা, মানবিক সহায়তায় বাধা এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের ধারাবাহিক অনুপ্রবেশের বিষয়গুলো তুলে ধরা হয়।

এতে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত আট বছরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানো নিয়ে কোনও বাস্তব অগ্রগতি হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি আরও জানান, দেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়। সে কারণে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য জরুরি আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর