Logo

আন্তর্জাতিক

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৩

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হলো ঢাকা

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা। ছবি : বাংলাদেশের খবর

রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি বেড়ে চলেছে প্রতিনিয়ত। ফলে নবম অবস্থান থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে ঢাকা। জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে বড় শহর হিসেবে শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সেখানে বসবাস করছে ৪১.৯ মিলিয়ন মানুষ। আর বাংলাদেশের রাজধানী ঢাকা উঠে এসেছে  দ্বিতীয় স্থানে, যেখানে বসবাস করছে ৩৬.৬ মিলিয়ন মানুষ।

বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা

ঢাকা তার দ্রুত নগরায়নের কারণে বিশ্বের বৃহৎ শহরের তালিকায় উপরের সারিতে উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ শহেরের আগের অবস্থান নবম  স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, ১০ মিলিয়নের বেশি মানুষ থাকা মেগাসিটি এখন ৩৩টি, যা ১৯৭৫ সালে মাত্র ৮টি ছিল। এ তালিকার ১৯টি শহর এশিয়ায় এবং শীর্ষ ১০ শহরের মধ্যে ৯টি এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা, টোকিও ছাড়াও এশিয়ার শীর্ষ শহরগুলো হলো— নতুন দিল্লি, শাংহাই, গুয়াংঝু, মনিলা, কলকাতা এবং সিয়োল।

শীর্ষ ১০ শহরের মধ্যে কায়রো (মিসর) একমাত্র এশিয়ার বাইরে। এছাড়া, ল্যাটিন আমেরিকায় সাও পাওলো (ব্রাজিল) এবং আফ্রিকায় লাগোস (নাইজেরিয়া) দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ঢাকার দ্রুত বৃদ্ধি মূলত গ্রামীণ এলাকা থেকে রাজধানীতে মানুষের আগমনের কারণে। এরা কর্মসংস্থান ও সুযোগের খোঁজে ঢাকায় আসছেন, আবার বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উঁচু হওয়ার কারণে আশ্রয় পরিবর্তনের জন্য ঢাকায় আগমন ঘটছে।

উল্লেখ্য, জাকার্তারও সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির কারণে সমস্যা বাড়ছে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শহরের প্রায় এক চতুর্থাংশ পানি ভর্তি হতে পারে। তাই ইন্দোনেশিয়ার সরকার নতুন রাজধানী নুসান্তরা তৈরি করছে বরনিয়ার পূর্ব ক্যালিমান্তান প্রদেশে। তবে জাতিসংঘের অনুমান অনুযায়ী, ২০৫০ সালে জাকার্তায় আরও ১০ মিলিয়ন মানুষ বসবাস করবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর