Logo

আন্তর্জাতিক

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:০৩

হংকংয়ে বহুতল ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১২

ছবি : সংগৃহীত

হংকংয়ের একটি আবাসিক এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। নিহতদের মধ্যে আছেন নারী ও শিশু।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের অন্তত তিনটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের বাসার দরজা, জানালা বন্ধ রাখার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকে আছেন। তাদের মধ্যে কয়েকজন বয়সে প্রবীণ।

স্থানীয় বাসিন্দা ৮৩ বছর বয়সী চ্যান কুয়ং বলেন, ভবনগুলোতে আগুনের সতর্কতা ব্যবস্থা আছে। কিন্তু সেগুলো বাজেনি। আগুন টের পেয়ে বাসিন্দারা দৌড়ে বাইরে যান।

সতর্ক সংকেত না বাজার কথা জানিয়েছেন তাই পো জেলার সাবেক কাউন্সিলর হারম্যান ইউ কুয়ানও। তিনি বলেন, এক নিরাপত্তকর্মী গিয়ে জানানোর পর ভবনের বাসিন্দারা তাড়াহুড়া করে বাইরে বের হতে শুরু করেন।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর