Logo

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের পরিকল্পনা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধের পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন। থ্যাঙ্কসগিভিং বার্তার সঙ্গেই এ ঘোষণা আসে, যা প্রকাশের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা স্থিতিশীল করতে কঠোর অভিবাসননীতি জরুরি। তার ভাষায়, বাইডেন আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসন অনুমোদন বাতিল করা হবে, আর যারা ‘যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ নয় বা আমেরিকাকে ভালোবাসে না’— তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

তিনি আরও জানান, অ-নাগরিকদের সব ধরনের ফেডারেল সুবিধা ও সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। এমনকি যারা দেশের শান্তি নষ্ট করে, তাদের নাগরিকত্বও বাতিলের হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের ঠিক আগের দিন হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলির ঘটনা ঘটে। তদন্তকারীরা একজন আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার পরই ট্রাম্পের বক্তব্য আরও তীব্র সুর ধারণ করে। তিনি দাবি করেন, এ ঘটনা বাইডেন প্রশাসনের ‘ব্যর্থ ভেটিং ব্যবস্থা’র ফল।

এদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত ১৯টি রাষ্ট্রের নাগরিকদের গ্রিন কার্ড কঠোরভাবে পুনর্বিবেচনা করা হবে।

অভিবাসন নিয়ে বিতর্কিত অবস্থানের জন্য পরিচিত ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এমন সিদ্ধান্ত দেশটির অর্থনীতি, প্রযুক্তি খাত ও বৈশ্বিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প অবশ্য তার পোস্টে বার্তা দিয়েছেন, ‘যারা আমেরিকাকে ঘৃণা করে, অপরাধ করে বা আমাদের মূল্যবোধ নষ্ট করে— তারা এখানে বেশি দিন থাকবে না।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর