Logo

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৫ ঘণ্টা বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০০

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৫ ঘণ্টা বৈঠক

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে শান্তি প্রচেষ্টা শুরুর অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন আলোচকদের দীর্ঘ বৈঠক হয়েছে মস্কোয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্রেমলিনে পাঁচ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এ বৈঠকে অংশ নেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। খবর- বিবিসি।

বৈঠকের পর পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, আলোচনা ছিল ‘গঠনমূলক’, তবে এ বিষয়ে ‘সামনে এখনও অনেক কাজ বাকি’।

মার্কিন প্রতিনিধিদের মস্কো সফরের আগে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত, আর শান্তি আলোচনার খসড়া প্রস্তাবে ইউরোপীয়দের কিছু দাবি রাশিয়ার কাছে ‘অগ্রহণযোগ্য’।

এর আগে গত দুই সপ্তাহ ধরে একই ইস্যুতে কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন উইটকফ, কুশনার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে তিনি আলোচনার বিস্তারিত ব্রিফিং আশা করছেন। তার ভাষায়, ‘এখন আগের চেয়ে বেশি যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, তবে প্রস্তাবগুলো নিয়ে আরও কাজ দরকার।’

জেলেনস্কি বলেন, শান্তি আলোচনায় ইউক্রেনের মৌলিক দাবি অপরিবর্তিত— দখলকৃত অঞ্চলগুলো নিয়ে কোনো ছাড় নয়, নেটো-সমেত নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘যুদ্ধ এমনভাবে বন্ধ করতে হবে যাতে এক বছরের মাথায় রাশিয়া আবার ফিরে আসতে না পারে।’

অন্যদিকে পুতিনও দখলকৃত পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে রাশিয়ার অবস্থান থেকে সরে আসেননি।

ওয়াশিংটনে এ আলোচনাকে ‘চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কথা, ‘আমাদের দল এখন রাশিয়ায় আছে— দেখা যাক আমরা সমাধান খুঁজে পেতে পারি কি না।’

ইউরোপীয় দেশগুলো ২৮ দফা শান্তি পরিকল্পনার কয়েকটি ধারার বিরোধিতা করেছে। বিশেষ করে দোনেৎস্ক ও লুহানস্ককে কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে রাজি নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কোনো ‘চূড়ান্ত পরিকল্পনা’ নেই এবং শান্তির সমাধান কেবল ইউক্রেন ও ইউরোপের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই হতে হবে।

এদিকে শান্তি আলোচনার প্রচেষ্টা চলার মধ্যেও ইউক্রেনের পোকরোভস্ক শহর ও সীমান্তবর্তী ভোভচানস্ক এলাকায় যুদ্ধ অব্যাহত রয়েছে। কৌশলগত পোকরোভস্ক দখলের দাবি করলেও ইউক্রেন তা প্রত্যাখ্যান করে বলেছে, তারা এখনও শহরের উত্তরাংশ নিয়ন্ত্রণে রেখেছে এবং রাশিয়ার বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও রাশিয়ার দখল দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

জাতিসংঘের হিসাব বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে ১৪ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতাল, স্কুল, আবাসিক ভবনসহ বহু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। দুই দেশের এ সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে, ক্রাইমিয়া দখল ও পূর্ব ইউক্রেনে রাশিয়ার সমর্থিত বিদ্রোহের মধ্য দিয়ে।

শান্তি প্রক্রিয়ায় নতুন অগ্রগতি না থাকলেও কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় বিশ্বজুড়ে নজর এখন মস্কো–ওয়াশিংটনের পরবর্তী আলোচনার দিকে।

এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর