Logo

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৫৬ জনের মৃত্যু, ৩৬৬ জন নিখোঁজ এবং সারাদেশে প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সংকটময় মুহূর্তে পাকিস্তান থেকে পাঠানো মেয়াদোত্তীর্ণ ত্রাণ নিয়ে কলম্বোর সমালোচনার মুখে পড়েছে শেহবাজ শরীফের সরকার।

নিউজ ১৮-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাকিস্তান থেকে আসা মানবিক ত্রাণের চালানে চিকিৎসা উপকরণ, ওষুধ, খাবারের প্যাকেট ও অন্যান্য নিত্যপণ্য ছিল।

কলম্বোর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদ থেকে ত্রাণ হিসেবে পাঠানো কিছু পণ্যের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে আসা ত্রাণ উপকরণগুলো পরীক্ষা করে কর্মকর্তারা বেশ কয়েকটি কার্টনে মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী পণ্য চিহ্নিত করেন।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা ও পররাষ্ট্র দপ্তর এ বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা একটি পোস্ট ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি ত্রাণের প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণের বছর হিসেবে ২০২৪ উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখার সময় এক্স হ্যান্ডেলে ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়নি।

এরইমধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে এ বিষয়টি নিয়ে ইসলামাবাদে অসন্তোষ প্রকাশ করেছে কলম্বো। বিশ্লেষকদের মতে, এ বিষয়টি পাকিস্তানের জন্য অত্যন্ত বিব্রতকর, বিশেষত এমন সময় ঘটনাটি ঘটল, যখন দেশটি ভারত মহাসাগরে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করার চেষ্টা করছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের কাছ থেকে আসা মানবিক সহায়তার গুণগত মান এবং এ বিষয়টিকে তারা ঠিক কতখানি গুরুত্ব দেয়, তা এখন প্রশ্নবিদ্ধ।

এই ঘটনা শ্রীলঙ্কার সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে অপমান ও ত্রাণ কূটনীতির নামে রসিকতা আখ্যা দেন এবং সরকারকে পাকিস্তানের কাছে জবাব চাওয়ারও আহ্বান জানান।

কলম্বোর কর্মকর্তারা জানান, এই ঘটনার পর ত্রাণ পরীক্ষার বিধি আরও কঠোর করা হয়েছে, বিশেষত যেসব দেশ থেকে নিম্নমানের ত্রাণ আসার নজির আছে, তাদের ক্ষেত্রে। পাকিস্তানের ত্রাণ কূটনীতি আগেও সমালোচিত হয়েছে; ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের সময় হিন্দু অধ্যুষিত নেপালে গরুর মাংস দিয়ে তৈরি খাবার পাঠিয়ে ব্যাপক জনরোষ ও নিন্দার মুখে পড়েছিল ইসলামাবাদ।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর