Logo

আন্তর্জাতিক

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১ জনের বিচার শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ১ জনের বিচার শুরু

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের সময় আটক দ্বৈত নাগরিকত্বধারী একজন ব্যক্তিকে শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আদালতে তোলা হয়েছে। সোমবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানায়। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের অনলাইন মাধ্যম মিজান জানায়, অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, তিনি ইউরোপের একটি দেশে বসবাসকারী দ্বৈত নাগরিকত্বধারী। গত জুন মাসে সংঘাত চলাকালে তাকে ইরানে গ্রেফতার করা হয়।

মিজান জানায়, ইরানের একটি আদালত তার বিরুদ্ধে মামলার শুনানি শুরু করেছে। তার বিরুদ্ধে ‘ইহুদিবাদী সরকারের স্বার্থে গোয়েন্দা সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তি’ করার অভিযোগ আনা হয়েছে।

তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর এক মাস আগে তিনি ইরানে প্রবেশ করেন। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় এমনকি আবাসিক এলাকায় ইসরাইল নজিরবিহীন হামলা চালালে সংঘাত শুরু হয়েছিল।

এর পর ১২ দিন ধরে চলা সংঘাতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলকে পাল্টা জবাব দেয়। পরে যুক্তরাষ্ট্রও ইসরাইলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

মিজান আরো জানায়, তদন্তে দেখা গেছে— অভিযুক্তর সঙ্গে  ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের যোগাযোগ ছিল। তাকে ইউরোপের কয়েকটি দেশের রাজধানী ও অধিকৃত ভূখণ্ডে এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তাকে গ্রেফতারের সময় এবং যে ভবনে তিনি অবস্থান করছিলেন, সেখানে ‘উন্নতমানের নজরদারি ও গোয়েন্দা সরঞ্জাম’ পাওয়া গেছে বলেও জানানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

সংঘাত চলাকালে ইউরোপের অন্তত তিনজন নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছিল ইরান। ১৯ বছর বয়সী লেননার্ট মনটারলস নামে একজন ফরাসি-জার্মান সাইক্লিস্টকে গ্রেফতার করা হয়। তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়।

গত অক্টোবরে ইরান এমন একটি আইন পাস করে, যাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে গুপ্তচরবৃত্তির দোষী সাব্যস্তদের জন্য শাস্তি আরো কঠোর করা হয়।

ওই সময় সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ‘ইচ্ছাকৃত যেকোনো সহযোগিতা পৃথিবীতে দুর্নীতির শামিল’— যা ইরানে সবচেয়ে গুরুতর অপরাধের একটি এবং এর শাস্তি মৃত্যুদণ্ড।

সংঘাতের পর থেকে ইসরাইলের পক্ষে সহযোগিতা সন্দেহে গ্রেফতারকৃতদের ইরান দ্রুত বিচার করার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে একাধিক গ্রেফতারের পাশাপাশি ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর