মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে : স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব
নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৪
মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকদের নাগরিকত্বের প্রমাণপত্র সঙ্গে রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি মিনেসোটা অঙ্গরাজ্যে এক মার্কিন নাগরিককে কেবল ‘সোমালির মতো দেখায়’—এই অভিযোগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা আটক করলে বিষয়টি বিতর্কের জন্ম দেয়।
আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে বলা হয়, আটক হওয়া ওই মার্কিন নাগরিক বারবার তার ডিজিটাল পাসপোর্ট আইডি দেখানোর অনুরোধ জানালেও আইসিই এজেন্টরা তা দেখতে অস্বীকৃতি জানান।
রাইখলিন-মেলনিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, স্থানীয় সংবাদমাধ্যমকে ভুক্তভোগী মিস্টার মুবার্শি জানান, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) কর্মকর্তারা তার আইনি অবস্থান যাচাইয়ের জন্য রিয়েল আইডি দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বরং তাকে হাতকড়া পরিয়ে স্থানীয় আইসিই প্রসেসিং অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার আঙুলের ছাপ নেওয়া হয় এবং সরকারি ডাটাবেসে তথ্য যাচাই করা হয়।
এ ঘটনায় কেটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়ন বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের ধারণা ও বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠছে।
এর জবাবে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো বলেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট (আইএনএ) অনুযায়ী অভিবাসন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, রিয়েল আইডি কোনো অভিবাসন নথি নয়। উল্লেখ্য, গ্রেগরি বোভিনোকে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ উপাধি দিয়েছেন এবং সম্প্রতি এক বিচারক তাকে শিকাগোতে বর্ডার প্যাট্রোলের বলপ্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে নাগরিক অধিকার, বর্ণগত প্রোফাইলিং এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার সীমা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
কৌশলী ইমা/এনএ

