Logo

আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২২

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব

ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে আবারও তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ অন্যান্য স্থাপনা ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে দিল্লি একটি অভিযোগ ও আপত্তি সম্বলিত পত্র হাইকমিশনারের হাতে দিয়েছে। 

দিল্লির সূত্র জানিয়েছে, দুই দেশের সম্পর্ক যাতে আরও অবনতি না হয়, সেজন্য 'ব্যাক চ্যানেলে' আলোচনা চলছে এবং এই তলবের বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে না।

এর আগে গতকাল মঙ্গলবার সকালেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের মিশনে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ছয়বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মূলত চায়ের আমন্ত্রণের আড়ালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ দিনে চার দফায় দুই দেশ একে অন্যের কূটনীতিককে তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতার ভারতে অবস্থান এবং সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশটিতে পালিয়ে যাওয়ার অভিযোগ এই সম্পর্কে আরও তিক্ততা বাড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশেই একে অপরের কূটনৈতিক স্থাপনার সামনে বিক্ষোভের ঘটনা এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর