Logo

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় কাউন্টি তাইতুংয়ে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) হওয়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে ১০ কিলোমিটার (৬.১ মাইল) গভীরতায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১১.৯ কিলোমিটার। কম্পনের প্রভাব রাজধানী তাইপেইসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। 

পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে (০৯:৪৭ ইউটিসি) তাইতুং শহরের কাছে প্রায় ৬.০ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর