ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
দুই সপ্তাহ ধরে দেশব্যাপী অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পর এটি ইরানি কর্তৃপক্ষের প্রথমবারের মতো এত বিপুলসংখ্যক মৃত্যুর কথা স্বীকার করল।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদের ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পেছনে ‘সন্ত্রাসীরা’ দায়ী। তবে নিহতের মধ্যে সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মীর সংখ্যা আলাদা করে জানানো হয়নি।
ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে এ অস্থিরতার সূত্রপাত হয়েছে। বিশ্লেষকদের মতে, গত তিন বছরের মধ্যে এটি ইরানের কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। এছাড়া গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটও দেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়িয়েছে।
এমবি

