কৃষি, বৈদ্যুতিক যানে বড় শুল্ক ছাড়ের ঘোষণা চীন–কানাডার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২০:২৪
দ্য গ্রেট হলে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেইজিংয়ে। ছবি: সিনহুয়া
কৃষি ও অটোমোবাইল খাতের পণ্যে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে চীন ও কানাডা। এ নিয়ে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠক হয়। শুল্ক ছাড়ের এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন উভয় দেশের নেতা।
যুক্তরাষ্ট্রের ক্রমাগত শুল্কচাপে থাকা কানাডার জন্য এ চুক্তিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনের সঙ্গে কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বর্তমানে বেইজিং সফরে রয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও পর্যটন বিষয়ে একাধিক সমঝোতা হয়।
বাণিজ্য চুক্তির আওতায় চীন আগামী ১ মার্চের মধ্যে ক্যানোলা পণ্যের ওপর আরোপিত ৮৪ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনবে। পাশাপাশি কানাডার নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেওয়া হবে। এর বিপরীতে কানাডা অগ্রাধিকারমূলক ৬ দশমিক ১ শতাংশ শুল্কে চীন থেকে ৪৯ হাজার বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানি করবে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, দুই দেশ বাণিজ্যিক বাধা দূর করতে একটি চুক্তিতে পৌঁছেছে। এটি প্রাথমিক ধাপ হলেও একটি ঐতিহাসিক ঘটনা। অন্যদিকে শি জিনপিং বলেন, গত বছরের অক্টোবরে এপেক সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। ওই বৈঠকই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথ খুলে দেয়।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কানাডার প্রধান বাণিজ্য অংশীদার। তবে ডোনাল্ড ট্রাম্পের সময়ে আক্রমণাত্মকভাবে শুল্ক বাড়ানোর পর ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছেন মার্ক কার্নি।
এএস/

