Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ১৪, আহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬

পাকিস্তানে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ১৪, আহত ৯

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে সারগোধা জেলার দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে ২৩ যাত্রী নিয়ে যাত্রা করছিল তাদের ট্রাকটি। ঘন কুয়াশার মধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি খালে পড়ে যায়।

ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জন মারা যান। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪-এ। ট্রাকের মধ্যে চার শিশু ও পাঁচ নারীও ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর