গাজায় শান্তি পর্ষদ গঠন, চেয়ারম্যান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসন তদারকির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত 'বোর্ড অব পিস' বা শান্তি পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকবেন ট্রাম্প নিজেই।
হোয়াইট হাউস জানিয়েছে, পর্ষদের সদস্য তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
গত বছর শেষ দিকে ট্রাম্পের এই পরিকল্পনা প্রকাশ করা হয়। অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এ পরিকল্পনায় সম্মত হয়। এতে বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার তদারকির দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক শান্তি পর্ষদ।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। এছাড়া জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ গাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পর্ষদ সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা স্পষ্ট করেনি হোয়াইট হাউস।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই শান্তি পর্ষদ গঠন করা হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার পর্ষদ গঠনের ঘোষণা দেন। এসময় তিনি হামাসকে তাদের প্রতিশ্রুতি রক্ষার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
গত সেপ্টেম্বরে ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যাতে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজায় টেকনোক্র্যাট প্রশাসন গঠনের কথা ছিল। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর রয়েছে।
তবে শান্তি পর্ষদ গঠনের ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
এআরএস

