Logo

আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরানোর সিদ্ধান্ত ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০০:৩৩

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরানোর সিদ্ধান্ত ভারতের

ঢাকার উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনের সড়ক থেকে বুধবার বিকালে পুলিশের দেওয়া ব্যারিকডে সরিয়ে শ্লোগান দেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে থাকা ভারতের সব কূটনৈতিক মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কূটনৈতিক পরিভাষায় বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ সিদ্ধান্তের অধীনে ঢাকায় দেশটির হাই কমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হবে। তবে পাঁচটি কূটনৈতিক মিশনই ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে বিষয়টি সম্পর্কে জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃত করে মঙ্গলবার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেশী দেশটির সংবাদ সংস্থা এএনআই এর বরাতে একই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়াও। উভয় প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দেওয়া হলেও কারও নাম বলা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও বক্তব্যও তুলে ধরা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা এমন পদক্ষেপের কারণ হিসেবে বাংলাদেশের মিশনগুলোতে থাকা কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকার কথা বলেছেন। বিশেষ করে ‘উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির’ কারণের কথা তুলে ধরে সিদ্ধান্তটি কিছুদিন ধরেই প্রক্রিয়াধীন থাকার কথা বলেন।

“সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি,” যোগ করেন ওই কর্মকর্তা।

এ চার মিশন হল- ঢাকার হাই কমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত চারটি সহকারী হাই কমিশন।

এসব মিশনের কর্মরতের পরিবারের সদস্যরা কবে নাগাদ আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্তে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

বাংলাদেশে কতজন কূটনীতিক রয়েছেন, নিরাপত্তাজনিত কারণে সে বিষয়ে তারা বিস্তারিত বলতেও চাননি।

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী বাংলাদেশ-ভারতের পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভ নিয়ে টানাপড়েন চলেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়।

ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রত্যাপর্ণের ব্যাপারে আলোচনা, শেখ হাসিনার বক্তব্যে উস্কানির অভিযোগ, দুই দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্য, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের ঘটনা এবং সবশেষ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে শীতল সম্পর্ক তৈরি হয়েছে। পাল্টাপাল্টি কূটনীতিকদের তলবের ঘটনাও ঘটেছে।

তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা-দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টিও স্পষ্ট হয়েছে।

এ অবস্থার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগে ‘নিরাপত্তাজনিত’ কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর