প্রশিক্ষণ চলাকালীন আবারও দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় একটি মাইক্রোলাইট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে থাকা দুই পাইলট সময়মতো বের হয়ে আসতে সক্ষম হন। ফলে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। পাশাপাশি মাটিতে থাকা কোনো স্থাপনারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষে কিছু অংশে আগুন জ্বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাইলটদের নিরাপদে বের হয়ে আসতেও দেখা গেছে।
দুর্ঘটনার কারণ জানতে ভারতীয় বিমানবাহিনী একটি কোর্ট অব ইনকোয়ারি গঠন করেছে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এর আগেও গত বছরের নভেম্বরে চেন্নাইয়ে একটি পিলাটিস পিসি-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তার আগে মার্চ মাসে হরিয়ানায় একটি জাগুয়ার যুদ্ধবিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়ে। সেসব ঘটনায় পাইলটরা প্রাণে বেঁচে গেলেও, দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনায় পাইলটের মৃত্যু ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এসএসকে/

