যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৫
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় গণমাধ্যমের সাথে কথা বলছেন। ছবি : রয়টার্স
দীর্ঘ চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এক ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রথম ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ও আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) এই উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর- আলজাজিরা
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির শর্তগুলো চূড়ান্ত করা হয়েছে। এছাড়া যুদ্ধপরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে একটি খসড়া চুক্তিও প্রায় প্রস্তুত। জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব রাশিয়ার পক্ষে যাচ্ছে বলে কিয়েভ যে আশঙ্কা করেছিল, নতুন আলোচনায় তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।
ট্রাম্পের অবস্থান ও অগ্রগতি
দাভোসে জেলেনস্কির সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানান, পুতিনের প্রতি তার বার্তা হলো— এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে। তবে এই শান্তি প্রক্রিয়াকে তিনি একটি ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর এখন মাত্র একটি অমীমাংসিত ইস্যু বাকি রয়েছে। তিনি বলেন, ‘যদি উভয় পক্ষই সমাধান চায়, তবে আমরা অবশ্যই একটি সমাধানে পৌঁছাব।’
এই আলোচনার অংশ হিসেবে উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে তারা সরাসরি আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।
অমীমাংসিত ইস্যু ও বর্তমান পরিস্থিতি
যুদ্ধের অবসানে এখনো প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়টি।
অন্যদিকে, শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী কিয়েভের প্রায় ৩ হাজার ভবন বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় রয়েছে। ওডেসায় রুশ ড্রোন হামলায় এক ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছেন, শান্তি আলোচনা চললেও ইউক্রেনের এই মুহূর্তে সামরিক সহায়তা প্রয়োজন। কারণ শান্তি কালকের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে যাবে না।
এমএইচএস

