Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি, ইরানের কঠোর সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৬

যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি, ইরানের কঠোর সতর্কতা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীসহ বিভিন্ন ভারী নৌযানের উপস্থিতির মধ্যেই কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এবার যেকোনো ধরনের হামলাকে ইরান তার বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে বিবেচনা করবে এবং কঠোরভাবে পাল্টা জবাব দেবে।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে শনিবার (২৪ জানুয়ারি) এ কর্মকর্তা বলেন, ‘(যুক্তরাষ্ট্রের) এই রণপ্রস্তুতি আমরা আশা করি বাস্তব যুদ্ধের জন্য নয়। কিন্তু আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ প্রেক্ষাপটের জন্য প্রস্তুত। এ কারণে ইরানে সবকিছু উচ্চসতর্কতায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার যে কোনো ধরনের হামলা— সীমিত, অসীমিত, সার্জিক্যাল, আকাশ হামলা— তারা এটিকে যাই বলুক, আমরা এ ধরনের হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করব এবং এটির জবাব দিতে আমরা সবচেয়ে কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব।’

এর আগে, ইরানের শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সতর্ক করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সংলাপের সময় ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা করেন, তাহলে যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলকে ‘মর্মান্তিক’ পরিণতি ভোগ করতে হবে।

ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এই কমান্ডার বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের আঙুল তাদের বন্দুকের ট্রিগারে আছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ইরান অনেক বেশি প্রস্তুত।’

সূত্র : রয়টার্স।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর