Logo

আন্তর্জাতিক

বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আরব আমিরাতে যাচ্ছেন জারদারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০০

বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আরব আমিরাতে যাচ্ছেন জারদারি

ছবি: সংগৃহীত

বাণিজ্য, অর্থনৈতিক অংশীদারত্ব ও প্রতিরক্ষা–নিরাপত্তা সহযোগিতা জোরদারে চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সোমবারই তিনি সফরে রওনা হচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এ সফরে প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকবে। সফরকালে তিনি আরব আমিরাতের নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হবে। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব, প্রতিরক্ষা–নিরাপত্তা সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় থাকবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে।

এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন গত মাসে ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তান সফর করে গেছেন। সেটি ছিল তাঁর প্রথম সরকারি পাকিস্তান সফর।

পাকিস্তান ও ইউএইর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানের আর্থিক সংকটের সময়ে আবুধাবি বিভিন্নভাবে সহায়তা দিয়েছে। বিশেষ করে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত রেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রেখেছে ইউএই।

চীন ও যুক্তরাষ্ট্রের পর ইউএই পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভৌগোলিক নৈকট্যতার কারণে পাকিস্তানের নীতিনির্ধারকেরা ইউএইকে একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচনা করেন।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে রেলওয়ে, অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো খাতে তিন বিলিয়ন ডলারের বেশি মূল্যের সহযোগিতা চুক্তি করে পাকিস্তান ও ইউএই।

এ ছাড়া গত দুই দশকে পাকিস্তানে ইউএইর বিনিয়োগের পরিমাণ ১০ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আরব নিউজ

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর