Logo

আন্তর্জাতিক

মার্কিন থিঙ্কট্যাংকের প্রতিবেদন

রুশ-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখ সেনা হতাহতের শঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২২

রুশ-ইউক্রেন যুদ্ধে ১৮ লাখ সেনা হতাহতের শঙ্কা

ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন থিঙ্কট্যাংক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)।

সিএসআইএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দুই পক্ষের মোট ১৮ লাখেরও বেশি সেনা হতাহত ও নিখোঁজ হতে পারে। এদের মধ্যে ১২ লাখই হতে পারে রুশ বাহিনীর সদস্য। এই ১২ লাখের মধ্যে নিহতের সংখ্যা ৩ লাখ ২৫ হাজারের বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রুশ বাহিনীর সম্ভাব্য এ ক্ষয়ক্ষতি প্রসঙ্গে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও, কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়নি।’

ইউক্রেনীয় বাহিনীরও ক্ষয়ক্ষতি কম হবে না বলে মনে করছে সংস্থাটি। তাদের মতে, একই সময়ে ইউক্রেনের ৬ লাখের বেশি সেনা হতাহত বা নিখোঁজ হতে পারেন। ইউক্রেনীয় বাহিনীর নিহতের সংখ্যা ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার পর্যন্ত হতে পারে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘যদি এ যুদ্ধ চলতে থাকে, তাহলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে।’

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনও চলছে।

সূত্র: এএফপি

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউক্রেন রাশিয়া যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর