Logo

ইসলাম

শীতে অজু ও নামাজের সতর্কতা

Icon

ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩

শীতে অজু ও নামাজের সতর্কতা

ইসলামে নামাজ মু’মিনের জীবনের অন্যতম প্রধান স্তম্ভ। এটি শুধু রুটিন ইবাদত নয়, বরং আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের শ্রেষ্ঠতম উপায়। নামাজের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর পবিত্রতার প্রধান মাধ্যম-অজু। তবে শীতকালের তীব্রতায় অনেকের জন্য অজু করা কিংবা নিয়মিত নামাজ আদায় করা কঠিন হয়ে পড়ে। তাই শীতকালীন অজু ও নামাজ সম্পর্কে কিছু প্রয়োজনীয় সতর্কতা জেনে রাখা সবার জন্যই গুরুত্বপূর্ণ।

শীতকালে অজুর গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন- যারা নিজেদের শুদ্ধ রাখে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তাদের জন্য জাহান্নামের ভয় নেই।- (সূরা মুমিনুন : ৯১১) 

শীতকালে পানি ঠান্ডা হওয়ায় অনেকে অজু করতে গড়িমসি করেন বা এড়িয়ে যান। অথচ ইসলামে পরিচ্ছন্নতা ও পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবী করিম (সা.) বলেন- যদি শীতের কারণে অজু করতে কষ্ট হয়, তবে পরিমাণ মতো পানি ব্যবহার করে দ্রুত নামাজে স্থির হও।- (সহীহ বুখারী : ৩৩৭) অর্থাৎ, শীতের কষ্ট সত্ত্বেও অজুকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তায়াম্মুমের অনুমতি

শীতকালে কখনো কখনো পানি ব্যবহার করা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হতে পারে। আবার কোথাও পানি সহজলভ্য নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতে ইসলামে তায়াম্মুমের অনুমতি প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন- পানি না পেলে কিংবা ব্যথা বা অসুস্থতার কারণে পানি ব্যবহার সম্ভব না হলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো।”- (সূরা নিসা : ৪৩) হাদিসে এসেছে- যে পানি ব্যবহার করতে অক্ষম, সে দুই হাত ও মুখ মাটি দিয়ে মুছে তায়াম্মুম করবে-এটাই যথেষ্ট।- (সহীহ বুখারী : ৩৩৮)

নামাজের সময় সতর্কতা

শীতকালে দীর্ঘসময় নামাজে দাঁড়িয়ে থাকলে শরীর ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। তাই কয়েকটি সহজ সতর্কতা মেনে চলা প্রয়োজন।

১. গরম পোশাক ব্যবহার : নামাজের সময় শরীরকে শীতে নিরাপদ রাখতে উষ্ণ পোশাক বা চাদর ব্যবহার করা সুন্নাহ বিরোধী নয়।

২. স্থিরতা বজায় রাখা : অযথা নড়াচড়া এড়িয়ে মনোযোগ ধরে রাখুন। নবী (সা.) বলেছেন-“নামাজে স্থিরতা হৃদয়কে প্রশান্ত করে।

৩. পায়ের সুরক্ষা : মেঝে অতিরিক্ত ঠান্ডা হলে অল্প নড়াচড়া করা বা পায়ের নিচে হালকা চাদর ব্যবহার করা যেতে পারে।

৪. প্রয়োজনে তায়াম্মুম : পানি ব্যবহারে সমস্যা হলে শরীয়তপ্রদত্ত এই সহজ বিকল্প গ্রহণ করা যায়।

হাদিসে এসেছে- নিজেদের শরীরকে ক্ষতির হাত থেকে রক্ষা করাও ফরজ।-( সহীহ বুখারী : ৮) এটি স্পষ্ট করে যে, শীতে স্বাস্থ্যের যতœ নেওয়া ইসলামি নির্দেশনার অংশ।

মানসিক ও আধ্যাত্মিক সতর্কতা

ঠান্ডার অজুহাতে অনেকেই নামাজে অলস হয়ে পড়েন। অথচ ইবাদত কেবল শারীরিক নয়-এটি মনের প্রশান্তি ও আল্লাহর প্রতি ভক্তির প্রকাশ। নবী করিম (সা.) বলেন-যে ব্যক্তি শীত বা গরমের অজুহাতে নামাজ পরিত্যাগ করে, তার ইমান ক্ষতিগ্রস্ত হয়।- (সহীহ মুসলিম : ৭৭২) তাই সামান্য কষ্ট হলেও অজু বা তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করা উচিত।

স্বাস্থ্য ও নিরাপত্তা পরামর্শ

অজুর জন্য উষ্ণ পানি ব্যবহার করা উত্তম। নামাজের সময় উষ্ণ পোশাক, চাদর বা কম্বল ব্যবহার করা যেতে পারে। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য সংক্ষিপ্ত নামাজ বা তায়াম্মুম নিরাপদ ও শরীয়ত সম্মত। মসজিদে তুলনামূলক উষ্ণ স্থান বেছে নেওয়া ভালো। এই সতর্কতাগুলো মানলে শরীরও সুরক্ষিত থাকবে এবং ইবাদতের প্রশান্তিও বজায় থাকবে।

পরিশেষে শীতকালে অজু ও নামাজে বিশেষ সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি। স্বাস্থ্যবান থেকে ইবাদত করা আল্লাহরই নির্দেশ। তাই প্রয়োজন অনুযায়ী গরম পানি ব্যবহার, উষ্ণ পোশাক পরিধান কিংবা তায়াম্মুম গ্রহণ; সবই ইসলামের আলোকে বৈধ ও সহজতর। শীতের কঠিন পরিবেশেও ইবাদত অব্যাহত রাখা মু’মিনের দৃঢ় ইমানের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত নামাজ ও পবিত্রতার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন।

লেখক : কলাম লেখক ও ইসলাম বিষয়ক প্রবন্ধকার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর