Logo

আইন ও বিচার

রায় ভিন্নরকম হতে পারত : হাসিনার পক্ষের আইনজীবী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:০৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ‘কষ্ট’ প্রকাশ করেছেন তার পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী মোহাম্মদ আমির হোসাইন। 

সোমবার (১৭ নভেম্বর) রায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি দুঃখিত, রায় ভিন্নরকম কিছু হতে পারতো। আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে, এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আমির হোসাইন জানান, শেখ হাসিনা আত্মসমর্পণ না করা বা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

এমএইচএস/ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর