Logo

আইন ও বিচার

মেলায় ফ্ল্যাট বুকিং দিলে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮

মেলায় ফ্ল্যাট বুকিং দিলে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়

রিয়েল এস্টেট কোম্পানি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের তিনদিনব্যাপী আবাসন মেলা চলছে। গত বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক, জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে মেলা উদ্বোধন করেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী এবং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

এসময় উপস্থিত ছিলেন জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও সিদ্দিকুর রহমান, অপারেশনস ডিরেক্টর আসিফ মাহমুদ চৌধুরী, পরিচালক মির্জা গোলাম রহমান শুভ, সিইও কর্ণেল এবিএম মিজানুর রহমান, নির্বাহী পরিচালক কর্ণেল মো. আরিফুল হক, স্টার কানেক্টের সিইও নীল হুরের জাহান প্রমুখ। 

মেলায় ফ্ল্যাট বুকিং দিলে গ্রাহকরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন। পাশাপাশি থাকছে ইন্টেরিয়র ডিজাইনে ১০০% ছাড়, কমপ্লিমেন্টারি কিচেন কেবিনেট এবং হোম মুভার্স সার্ভিসেস অফার দিয়েছে জেসিএক্স।  প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ইকবাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা, জলসিড়ি ও নিকেতনে জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে । এসব প্রকল্পে ফ্ল্যাট বুকিং দিলে নগদ ১০ লাখ টাকা ছাড়ের সঙ্গে থাকছে জেসিএক্স গোল্ডের শপিং ভাউচার।

বিদ্যা সিনহা মিম বলেন, জেসিএক্স ডেভেলপমেন্ট আমার কাছে আস্থার প্রতীক। এক যুগের বেশি সময় ধরে আমি জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ফ্ল্যাটে বাস করছি। আমি ক্রেতাদের উদ্দেশে বলতে চাই এখান থেকে ফ্ল্যাট কিনলে লাভবান হবেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেসিএক্স ডেভেলপমেন্টসের চলমান ৬৫টি আবাসন প্রকল্পের আওতায় ৫০ লাখ ৮১ হাজার স্কয়ার ফুটের বেশি আয়তনের স্পেস থেকে তাদের পছন্দের ফ্ল্যাট বা অফিস স্পেস বেছে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও কার্যক্রম চলছে বসুন্ধরা আবাসিক এলাকায় ৯২ কাঠা জমির ওপর নির্মাণাধীন জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস, একটি লাক্সারি কনডোমিনিয়াম প্রকল্পের। পাশাপাশি ২ বিঘা জমির ওপর একটি বাণিজ্যিক ভবন, আইকন হানড্রেড নির্মাণ করা হচ্ছে, যেখানে মোট জায়গার ৫০ শতাংশ উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে।

জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী আরও বলেন, আমরা জাপানিজ এবং দেশের সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহনীয় আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, জাপানের বিখ্যাত রিয়েল এস্টেট কোম্পানি ক্রিড গ্রুপের সঙ্গে যৌথ মালিকানায় পরিচালিত দেশের অন্যতম রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড ইতোমধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সফলভাবে নির্মাণ করেছে।

বিকেপি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্মাণ কথা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর