Logo

আইন ও বিচার

সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

Icon

আইন ও আদালত ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:১২

সাবেক এমপি ইলিয়াস মোল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও বিপুল অংকের সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর বিপুল ভূ-সম্পত্তি, গাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

আদালতের আদেশের ফলে ইলিয়াস উদ্দীন মোল্লাহর নামে থাকা পল্লবী, মিরপুর, শাহ আলী ও সাভার এলাকায় মোট ৬৯৪ শতাংশ জমি এবং একটি সুপারমার্কেট ও ফ্ল্যাট এখন থেকে রাষ্ট্রীয় হেফাজতে থাকবে। একই সঙ্গে তার মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাব, একটি গাড়ি ও একটি প্রাইজবন্ড অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন আদালতে এই সম্পদ জব্দের আবেদনটি করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক এই সংসদ সদস্যের নামে ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। এই গুরুতর অভিযোগেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামি তার স্থাবর-অস্থাবর সম্পদ যাতে অন্যত্র সরিয়ে নিতে বা হস্তান্তর করতে না পারেন, সেজন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে। আদালতের এই আদেশের ফলে তদন্ত চলাকালে তিনি এসব সম্পদ কোনোভাবে ব্যবহার বা স্থানান্তর করতে পারবেন না।


ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর