Logo

জাতীয়

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:০১

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর বুধবার দিবাগত রাত (৮ মে) ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি গোপনে দেশ ছাড়েন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।

এরপর রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

  • এটিআর   
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর