Logo

জাতীয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:৩৬

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের বৈঠক শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

আজকের আলোচনায় নতুন কোনো বিষয় রাখা হয়নি। আগের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোই আলোচনা হবে। ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় কমিশন।

এর আগে, ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ জানান, জুলাই মাসের মধ্যেই কমিশন একটি সনদে পৌঁছাতে চায়। তবে, সেটা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐকমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের ২০টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এখন পর্যন্ত ঐকমত্য হয়েছে মাত্র দুটি বিষয়ে। আর কিছু ক্ষেত্রে আংশিক ঐকমত্য হয়েছে। তবে, কোনো বিষয় এখনও আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর