Logo

জাতীয়

তরুণদের চোখে জুলাই : সেরা আইডিয়ায় মিলবে ১০ লক্ষ টাকার বাস্তবায়ন বাজেট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২১:০৮

তরুণদের চোখে জুলাই : সেরা আইডিয়ায় মিলবে ১০ লক্ষ টাকার বাস্তবায়ন বাজেট

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগনার মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের ভিত্তিতে জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ১৫ থেকে ৩০ বছর বয়সী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন যুব সংগঠন, বিতর্ক, স্কাউট, রোভার বা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। অংশগ্রহণ করা যাবে এককভাবে অথবা সর্বোচ্চ তিনজনের দলে। তবে প্রতিটি দলে অন্তত একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীদের ১–২ পৃষ্ঠার একটি ধারণাপত্র জমা দিতে হবে, যা বাংলা বা ইংরেজি ভাষায় হতে পারে। এতে আইডিয়ার শিরোনাম, উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা, সর্বোচ্চ ১০ লক্ষ টাকার বাজেট প্রস্তাব, প্রত্যাশিত প্রভাব এবং আবেদনকারীর নাম ও যোগাযোগের তথ্য অন্তর্ভুক্ত থাকতে হবে।

জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে নির্বাচিত আইডিয়াগুলো। জেলা পরিষদ সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করে এবং আর্থিক লেনদেন তত্ত্বাবধান করবে।

জমাদানের শেষ তারিখ ৮ জুলাই ২০২৫। আবেদনপত্র সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি অথবা জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার মধ্যে রয়েছে দেয়ালচিত্র, পথনাটক, মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ, গণসচেতনতা অভিযান কিংবা যেকোনো উদ্ভাবনী ও সমাজপ্রভাবী ধারণা।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে দেশের গণতান্ত্রিক ইতিহাস, বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের নাগরিক অংশগ্রহণ বাড়াতে উৎসাহিত করা হবে। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর